Logo

সারাদেশ

চাঁদপুরে আমেরিকান প্রবাসীর গাড়িতে ডাকাতি, মালামাল লুট

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৪

চাঁদপুরে আমেরিকান প্রবাসীর গাড়িতে ডাকাতি, মালামাল লুট

ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুরের হাজীগঞ্জে আমেরিকান প্রবাসী মো. জাহাঙ্গীর আলমের গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে হাজীগঞ্জ-গৌরিপুর সড়কের হাজীগঞ্জ মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

হাজীগঞ্জ থানা পুলিশ জানায়, লক্ষ্মীপুর সদর ইউনিয়নের দক্ষিণ মজুপুর কাজী বাড়ির খোরশেদ আলমের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৪৫) ও তার মা নুরজাহান বেগম (৭০) আমেরিকা থেকে বাংলাদেশে আসেন মঙ্গলবার রাতে।

পরে এয়ারপোর্ট থেকে একটি মাইক্রো (ঢাকা মেট্রো-চ-১৯-৩৪১৭) ভাড়া করে বাড়িতে যাচ্ছিলেন তারা। পথে তাদের গাড়িটি হাজীগঞ্জ-গৌরিপুর সড়কের হাজীগঞ্জ মডেল মসজিদ এলাকায় পিকআপ (মিনি ট্রাক) দিয়ে গতিরোধ করে ডাকাত দল। 

এ সময় দেশীয় অস্ত্র দিয়ে গাড়িতে হামলা চালিয়ে ডাকাতরা গাড়ি ভাঙচুর করে এবং ১০ ভরি স্বর্ণ, ৩০ হাজার ইউএস ডলার ও কিছু টাকাসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুটে নেয়।

ঘটনার পর আমেরিকান প্রবাসী মো. জাহাঙ্গীর আলমের ছোটভাই সাইফুল আলম মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত এক মাসে এ সড়কটি দিয়ে তিনটি প্রবাসীর গাড়িতে ডাকাতি হয়েছে। তবে এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি এবং কোনো তথ্যও উদ্ধার করা সম্ভব হয়নি।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, ক্ষতিগ্রস্ত আমেরিকান প্রবাসী সন্ধ্যায় মামলা করবেন। পুলিশ এ ঘটনার তদন্তে গুরুত্ব সহকারে কাজ করছে।

আলআমিন ভূঁইয়া/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর