Logo

সারাদেশ

রমজান উপলক্ষে বিনা লাভেই পণ্য বিক্রি

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪০

রমজান উপলক্ষে বিনা লাভেই পণ্য বিক্রি

ছবি : বাংলাদেশের খবর

আরব দেশগুলোতে রমজান মাস এলেই খাদ্য সামগ্রীর দাম কমিয়ে দেওয়া হয়। কিন্তু বাংলাদেশে এই চিত্র উল্টো দেখা যায়। পবিত্র মাসেও উত্তপ্ত হয়ে উঠে বাজার। তবে এসবের মধ্যে ব্যতিক্রম হলেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ব্যবসায়ী শাহ আলম মাল। তিনি ২০২৩ ও ২০২৪ সালের রমজান ঘিরে ১ টাকা লাভে পণ্য বিক্রি করলেও এবছর কোনো ধরনের মুনাফা ছাড়াই পণ্য বিক্রি শুরু করেছেন।

গত এক সপ্তাহে প্রায় ৩ লাখ টাকার পণ্য বিক্রি করেছেন তিনি। তার আশা, পবিত্র এই মাসজুড়ে অন্তত ২৫ থেকে ৩০ লাখ টাকার পণ্য বিক্রি করবেন।

শাহ আলমের ব্যবসাপ্রতিষ্ঠান ফরিদগঞ্জ পৌরসভার চরকুমিরা গ্রামে। নিজ এলাকায় বছরজুড়ে বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রি করেন তিনি। তবে মাহে রমজান এলেই ১ থেকে দেড় মাস বিক্রি করেন রোজাদারদের প্রয়োজনীয় ইফতারসহ অন্যান্য খাদ্যসামগ্রী। 

স্থানীয় ক্রেতা মোজাম্মেল হক বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে সব দ্রব্যমূল্যের দাম অনেক বেশি। এদিকে রমজান এলেই ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেন আরও। তবে শাহ আলম একদম ব্যতিক্রম। তিনি মুনাফা ছাড়াই আমাদের জন্য রমজানের পণ্য বিক্রি করছেন। এটা সত্যিই প্রশংসনীয়।’

আরেক ক্রেতা নাছির উদ্দিন বলেন, ‘শাহ আলম আজকের সমাজে এক দৃষ্টান্ত হয়ে উঠেছেন। তার মতো ব্যবসায়ীরা সত্যিই সমাজে প্রয়োজন।’

স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন ও আমান উল্লাহ বলেন, ‘শাহ আলমের এই মহৎ উদ্যোগে এলাকার গরিব-দুঃখী মানুষের জন্য একটি বড় সহায়তা। তার উদ্যোগে তারা সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে পারছেন। এটা প্রশংসার দাবিদার।’

ব্যবসায়ী শাহ আলম বলেন, ‘আমি বছরের ১১ মাস ব্যবসা করি। চিন্তা করলাম একমাস ব্যবসা করব না। আল্লাহর সন্তুষ্টির জন্য রমজান উপলক্ষে ক্রয় দামে বিক্রি করব। দেশের অন্যনান্য ব্যবসায়ীদের প্রতি আমার অনুরোধ, তারাও যেন রমজান মাসে মুনাফা কমিয়ে দেন।’

‘গত ১৩ ফেব্রুয়ারি রমজান উপলক্ষে বিক্রি শুরু হয়েছে। ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ওই বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩লাখ টাকা। আশা করি, রমজান মাসজুড়ে বিক্রি হলে ২৫-৩০ লাখ টাকার পণ্য বিক্রি হবে।’

শাহ আলমের বিনা লাভে পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, শাহ আলম স্টোরের এই ধরণের উদ্যোগ প্রশংসনীয়। জেলাজুড়ে আমাদের অভিযান অব্যাহত। আমরা ব্যবসায়ীদের মূল্য তালিকা সাঁটানোসহ পণ্যের গুণগত মান ঠিক রেখে ব্যবসা করার জন্য নিয়মিত তদারকি অব্যাহত রেখেছি। এছাড়া যেখানেই অনিয়ম পাওয়া যাচ্ছে, সেখানেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আলআমিন ভূঁইয়া/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর