Logo

সারাদেশ

চাঁদপুরে অটোচালক হত্যার ঘটনায় মূলহোতাসহ গ্রেপ্তার ৩

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২১

চাঁদপুরে অটোচালক হত্যার ঘটনায় মূলহোতাসহ গ্রেপ্তার ৩

ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুরের কচুয়া উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে চালক ফারুক হোসেনকে (৩৩) হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আরিফুর রহমান (৩৫), মো. আল আমিন (২৪) ও আবুল খায়ের (৪০)। এ সময় উদ্ধার করা হয়েছে নিহত চালকের মোবাইল ফোন ও অটোরিকশা।

নিহত ফারুক হোসেন কুমিল্লা জেলার বরুড়া থানার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। গ্রেপ্তারকৃত আরিফুর রহমান একই থানার দেবপুর গ্রামের মমতাজ মিয়ার ছেলে, আল আমিন চান্দিনা থানার লতিফপুর গ্রামের মো. আলমের ছেলে এবং আবুল খায়ের একই থানার মহর আলীর ছেলে।

পুলিশ সুপার জানান, গত ৫ ফেব্রুয়ারি যাত্রী পরিবহনের উদ্দেশ্যে ফারুক বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। রাতে তিনি বাড়ি না ফেরায় এবং মোবাইল ফোন বন্ধ থাকায় তার স্ত্রী কচুয়া থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসানের নেতৃত্বে তদন্ত শুরু হয়।

একপর্যায়ে পুলিশের তদন্ত দল অপরাধীদের শনাক্ত করতে সক্ষম হয়। পরে ১৯ ও ২০ ফেব্রুয়ারি চট্টগ্রাম ও কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আরিফের দেওয়া তথ্য অনুযায়ী ফারুকের মোবাইল ফোন ও অটোরিকশা উদ্ধার করা হয়।

পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃতদের চাঁদপুর আদালতে সোপর্দ করা হবে। ঘটনাস্থল চাঁদপুরে হলেও আসামিরা কুমিল্লার বাসিন্দা। পুলিশ শুরু থেকেই তৎপর ছিল এবং দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফুর রহমানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলআমিন ভূঁইয়া/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর