Logo

সারাদেশ

বগুড়ায় নাগরিক ঐক্যের আহ্বায়ককে ছুরিকাঘাত

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, বগুড়া

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫৯

বগুড়ায় নাগরিক ঐক্যের আহ্বায়ককে ছুরিকাঘাত

ছুরিকাহত শহীদুল ইসলাম। ছবি : বাংলাদেশের খবর

বগুড়ার শিবগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক শহীদুল ইসলাম আহত হয়েছেন। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে কে কারা তাকে ছুরিকাঘাত করেন। পরে তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার বাম চোখের কোণে এবং কোমরের নীচের অংশে ছুরিকাঘাত করা হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।

পরে খবর পেয়ে রাতেই শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন তাকে দেখতে হাসপাতালে ছুটে যান। এসময় নাগরিক ঐক্যের নেতৃবৃন্দ এ ঘটনার জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।  

ওসি বলেন, ‘২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে তিনি ছুরিকাহত হন। এ ব্যাপারে আমাদের কাছে এখনও তিনি কারো নাম বলেননি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

জুয়েল হাসান/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর