যুবদল-স্বেচ্ছাসেবক দলের নেতা একে অপরকে পিটিয়ে আহত

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০৪

ফেনীর পরশুরাম উপজেলায় স্বেচ্ছাসেবক দল ও যুবদলের দুই নেতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় লোহার চেয়ার দিয়ে একে অপরকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের পশ্চিম সাহেবনগরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, স্থানীয় চৌমুড়িতে একটি চায়ের দোকানে স্বেচ্ছাসেবক দলের সদস্য আরিফ ও যুবদল নেতা তানভীর বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেলে তারা পরস্পরকে লোহার চেয়ার দিয়ে আঘাত করেন। এতে উভয়েই গুরুতর আহত হন এবং তাদের মাথায় আঘাত লাগে। আহতদের পরশুরাম হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, চোরাকারবার ও মাটি ব্যবসাকে কেন্দ্র করেই এ সংঘর্ষের সূত্রপাত।
এ বিষয়ে পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হাকিম বাংলাদেশের খবরকে বলেন, নিজ দলীয়দের আধিপত্য নিয়ে লোহার চেয়ার দিয়ে মারামারির ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন বলে শুনেছি। তবে এখনো থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমরান পাটোয়ারী/এমবি