Logo

সারাদেশ

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় গরু আটক

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৬

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় গরু আটক

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের অভিযান চালিয়ে সাতটি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জানা যায়, সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে সীমান্ত পিলার-১২২৯/৭-এস এবং ১২৩০/১০-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝুমগাঁও ও মোকামছড়া এলাকা থেকে মালিকবিহীন ৭টি ভারতীয় গরু আটক করা হয়। উদ্ধারকৃত গরুগুলোর আনুমানিক মূল্য ৬ লাখ ১০ হাজার টাকা।

এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়নে (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, আটককৃত গরুগুলো সুনামগঞ্জের শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এই তৎপরতা স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে বিজিবি।

  • আব্দুল হালিম/ওএফ
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর