আন্তর্জাতিক ক্রিকেট থেকে মাহমুদউল্লাহর অবসর

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ২০:৫৫
অ
-67d1a06063023.jpg)
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। বুধবার (১২ মার্চ) নিজের ফেসবুক পেজে ঘোষণার মাধ্যমে তিনি ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানান।
৩৯ বছর বয়সী এই ব্যাটার দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ভূমিকা রেখেছেন। তিনি এর আগে টেস্ট এবং টি২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। বর্তমানে শুধুমাত্র ওয়ানডে ক্রিকেট খেলছিলেন। ওয়ানডে ক্রিকেটে বিদায় নেওয়ার মাধ্যমে তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি হলো।
মাহমুদউল্লাহর এই সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি বড় শোক হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
- ডিআর/এমজে
সম্পর্কিত
পঠিত
মন্তব্য করুন