প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৪০০ রানের বিরল কীর্তি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১৩:৪৬
-67da7668df0af.jpg)
প্রথম বাংলাদেশি হিসেবে স্বীকৃত ক্রিকেটে ৪০০ রানের ব্যক্তিগত ইনিংস খেলে বিরল রেকর্ড গড়লেন মোস্তাকিম হাওলাদার।
মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় সেন্ট গ্রেগরি স্কুলের বিপক্ষে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের হয়ে ১৭০ বলে ৪০৪ রানের অপরাজিত ইনিংস খেলেন ওপেনার মোস্তাকিম। তার ইনিংসে ৫০টি চার এবং ২২টি ছক্কা ছিল।
৭১ রানে দ্বিতীয় উইকেট পতনের পর তৃতীয় উইকেট জুটিতে সোয়াদ পারভেজের সাথে ৬৯৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন মোস্তাকিম। ডাবল সেঞ্চুরি করেন পারভেজ। ১২৪ বল খেলে ৪২টি চার ও ১৩টি ছক্কায় ২৫৬ রানে অপরাজিত ছিলেন পারভেজ।
মোস্তাকিম ও পারভেজের কীর্তির দিন ৫০ ওভারে ২ উইকেটে ৭৭০ রানের পাহাড় গড়ে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ।
জবাবে ১১.৪ ওভারে মাত্র ৩২ রানে অলআউট হয় সেন্ট গ্রেগরি স্কুল। ফলে ৭৩৮ রানের বিশাল ব্যবধানে জয় পায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ।
সেন্ট গ্রেগরি স্কুলের হয়ে সাত ব্যাটার শূন্য রানে ফেরেন। সর্বোচ্চ ৮ রান করেন অদ্রিতা বনিক।
ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের হাসান হৃদয় ৬ উইকেট ও পারভেজ ৪ উইকেট শিকার করেন।
ডিআর/বিএইচ