-67da8a48badee.jpg)
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সদ্য প্রকাশিত টি-টোয়েন্টি খেলোয়াড়দের র্যাঙ্কিংয়ে পাকিস্তানি ব্যাটসম্যান বাবর আজমের অবনতি অব্যাহত রয়েছে। নতুন তালিকায় তিনি এক ধাপ পিছিয়ে এখন ৮ম স্থানে চলে গেছেন। অন্যদিকে, তার সতীর্থ মোহাম্মদ রিজওয়ান রয়েছেন ৯ম স্থানে।
অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন, তবে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা ভালো উন্নতি করেছেন। টিম সাইফার্ট ২০ ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠে এসেছেন, আর ফিন অ্যালেন ৮ ধাপ এগিয়ে এখন ১৮তম স্থানে।
বোলারদের র্যাঙ্কিংয়েও পাকিস্তানের অবস্থা সুবিধাজনক নয়। ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন শীর্ষস্থান ধরে রেখেছেন, তবে পাকিস্তানের কোনো বোলার টপ-২০-তে জায়গা পাননি। হ্যারিস রউফ ৪ ধাপ এগিয়ে ২৬তম স্থানে উঠলেও, শাহীন আফ্রিদি ৬ ধাপ পিছিয়ে ৩০তম স্থানে নেমে গেছেন।
অলরাউন্ডারদের তালিকায় ভারতের হার্দিক পান্ডিয়া তার শীর্ষস্থান ধরে রেখেছেন। আইসিসির নতুন এই র্যাঙ্কিং পাকিস্তানি ক্রিকেটপ্রেমীদের জন্য কিছুটা হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে বাবর আজমের টানা অবনতি তাদের চিন্তায় ফেলতে পারে।
ডিআর/বিএইচ