Logo

খেলা

আমরা এই বর্বরতাকে সাধারণ হিসেবে নিতে পারি না : উসমান খাজা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১৯:৫৪

আমরা এই বর্বরতাকে সাধারণ হিসেবে নিতে পারি না : উসমান খাজা

অস্ট্রেলিয়ান ক্রিকেটার উসমান খাজা ফিলিস্তিনে চলমান সহিংসতা ও নিরীহ মানুষের মৃত্যুর বিরুদ্ধে আবারও সরব হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে ফিলিস্তিনি শিশুদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেছেন।

খাজা লেখেন, ‘একদিনে ১৩০-এর বেশি শিশু নিহত হয়েছে, বিনা কারণে যুদ্ধবিরতি ভঙ্গ করা হয়েছে।’

ফিলিস্তিনের ক্রমবর্ধমান মানবিক সংকট নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি আরও বলেন, ‘কল্পনা করুন, যদি এটি বিপরীতভাবে ঘটতো, তাহলে কতটা ক্ষোভ প্রকাশ করা হতো! কিন্তু বাস্তবতা হলো, সব মানুষের জীবন সমানভাবে মূল্যবান নয়। এই শিশুরা শুধুমাত্র ইতিহাসের সংখ্যা হয়ে থাকবে।’

তিনি আরও লেখেন, ‘তাদেরও নাম আছে, মা-বাবা, ভাই-বোন আছে। যেমন- আমাদের সবার আছে। আমরা এই বর্বরতাকে সাধারণ ব্যাপার হিসেবে নিতে পারি না, কিন্তু আশঙ্কা করছি, আমরা ইতোমধ্যেই তা করে ফেলেছি।’

উল্লেখ্য, উসমান খাজা এর আগেও ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা প্রকাশ করেছেন এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।

এদিকে, ইসরায়েল গতকাল যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজার ওপর পুনরায় বিমান হামলা চালিয়েছে। সেহরির সময় মার্কিন নির্মিত বোমা ব্যবহার করে চালানো এই হামলায় হামাস সরকারের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ ৪১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক নারী ও শিশু রয়েছে।

ফিলিস্তিনের চলমান সংকট নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ থাকলেও উসমান খাজার মতো ক্রীড়া ব্যক্তিত্বদের সাহসী অবস্থান আন্তর্জাতিক মহলে আলোড়ন তুলছে।

-ডেইলি জংগ অবলম্বনে মুহাম্মদ সরকার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর