দলে যোগ দিয়েও আইপিএলে খেলতে পারবেন না কাশ্মীরের পেসার উমরান

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১৫:১৭

চাপে থাকা কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) শিবিরে যোগ দিয়েছেন কাশ্মীরের তারকা পেসার উমরান মালিক। তবে ভক্তদের জন্য হতাশার খবর—আইপিএলে খেলা হবে না তার।
শুক্রবার (২৫ এপ্রিল) ভারতের একটি পত্রিকা জানিয়েছে, আইপিএলে শেষ চার ম্যাচের মধ্যে তিনটিতে হেরে বড় চাপের মধ্যে পড়েছে কেকেআর। এই পরিস্থিতিতে উমরান মালিক দলে যোগ দিলেও, তার খেলার সুযোগ থাকছে না। সামাজিক যোগাযোগমাধ্যমে কেকেআর কর্তৃপক্ষ উমরানের যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
তবে উমরানের খেলার অযোগ্যতার সঙ্গে কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক হামলার কোনো সম্পর্ক নেই। চোটের কারণে আগেই আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেন ২৫ বছর বয়সী এই গতি তারকা। ফলে প্রতিযোগিতার বাকি সময়টায় শুধু দলের সঙ্গে থাকবেন তিনি।
উমরানের পরিবর্তে কেকেআর ইতোমধ্যেই চেতন সাকারিয়াকে দলে অন্তর্ভুক্ত করেছে। আগে নেট বোলার হিসেবে রাহানেদের অনুশীলনে সাহায্য করছিলেন সাকারিয়া। পরে, উমরানের পুরোপুরি ফিট না হওয়ার বিষয়টি নিশ্চিত হলে তাকে মূল স্কোয়াডে যুক্ত করা হয়।
ফিটনেস ফিরে পেতে এখন কেকেআর শিবিরেই রিহ্যাব প্রক্রিয়া চালাবেন উমরান। নাইটদের বোলিং কোচ ভরত অরুণ এবং সাপোর্ট স্টাফের অধীনে ট্রেনিং ও অনুশীলন করবেন তিনি। উমরানকে পুরনো ফর্মে ফেরানোর দায়িত্ব নিয়েছে কেকেআর কর্তৃপক্ষ। ভারতের হয়ে এখন পর্যন্ত ১০টি ওয়ানডে এবং ৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই প্রতিভাবান পেসার।
ডিআর/বিএইচ