Logo

খেলা

পাকিস্তানের সবচেয়ে মেধাবী পেসার কে, জানালেন শোয়েব আখতার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১১:৩৮

পাকিস্তানের সবচেয়ে মেধাবী পেসার কে, জানালেন শোয়েব আখতার

মোহাম্মদ আমির পাকিস্তানের সবচেয়ে মেধাবী ফাস্ট বোলার বলে মন্তব্য করেছেন দেশটির কিংবদন্তি পেসার (সাবেক) শোয়েব আখতার। সম্প্রতি একটি অনলাইন শো-তে এই মন্তব্য করেন তিনি।

২০০৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ম্যাচে আমিরের বোলিং কৌশলকে স্মরণ করে শোয়েব আখতার বলেন, ওয়ার্নার আমাকে অবিরাম মারছিলেন, কিন্তু আমির যখন বোলিং শুরু করল তখন ওয়ার্নার একদম বুঝে উঠতে পারছিলেন না। আমিরের সুইং এবং গতির কাছে ওয়ার্নার বিপদে পড়েছিলেন।

তিনি আরও বলেন, যে মানের বোলিং আমির তখন করেছিল, আজও তার মধ্যে কোনো পরিবর্তন আসেনি। পিএসএল-এও ওয়ার্নারকে বিপাকে ফেলেছিল।

শোয়েব আখতারের ভাষায়, আমির খুবই মেধাবী। তিনি বলেন, আমির ফিল্ড প্লেসমেন্ট এবং ম্যাচের পরিস্থিতি পুরোপুরি বুঝে নিজের বোলিং সেট করে। সে জানে কখন কোথায় বল করতে হবে এবং ফিল্ড কোথায় রাখতে হবে।

পাকিস্তান ক্রিকেটের জন্য আমিরকে এক ‘অস্তিত্ব’ হিসেবে উল্লেখ করে এই কিংবদন্তি বলেন, আমিরের মতো খেলোয়াড়দের সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি। খেলোয়াড়রা কখনো খারাপ হতে পারে না, ম্যানেজমেন্টের ভুলের কারণে তাদের সঠিক মূল্যায়ন করা হয় না।

তিনি আরও বলেন, যদি ম্যানেজমেন্ট খেলোয়াড়দের সমস্যা এবং প্রয়োজন বুঝতে না পারে, তবে তাদের ম্যানেজমেন্টে থাকার কোনো অধিকার নেই।

সূত্র : জিও নিউজ উর্দু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর