
বৃষ্টির পর মাঠে বাংলাদেশ | ছবি : ক্রিকইনফো
চট্টগ্রামে হালকা বৃষ্টিতে কিছু সময়ের জন্য থেমে গিয়েছিল বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের তৃতীয় দিনের খেলা। তবে বৃষ্টি থামায় ফের মাঠে গড়িয়েছে বল। মাঠে ফিরেছেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।
বুধবার (৩০ এপ্রিল) সকাল থেকেই বৃষ্টির আভাস ছিল চট্টগ্রামে। এমন গুমোট আবহাওয়ার মধ্যেই বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে খেলা শুরু হয়। আগের দিনের ৮৭ ওভারে ২৯৭ রানে ৭ উইকেটে থাকা বাংলাদেশ এদিন ব্যাটিং শুরু করে তাইজুল-মিরাজ জুটিতে।
তবে খেলা শুরুর ১০ মিনিট পরই নামে ঝিরঝিরে বৃষ্টি। ফলে বন্ধ হয়ে যায় ম্যাচ। তখন ১৬ বলের মধ্যে বাংলাদেশ স্কোরবোর্ডে যোগ করে মাত্র ১২ রান।
খেলা বন্ধ ছিল ২০ মিনিট
বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী হয়নি। প্রায় ২০ মিনিট পরই থেমে যায় বৃষ্টি। এরপর মাঠকর্মীরা উইকেট থেকে কাভার সরিয়ে নেন। মাঠ পরিদর্শন করেন আম্পায়ার কুমার ধর্মসেনা, রিচার্ড কিথ ইলিংওয়ার্থ ও গাজী সোহেল। উইকেট উপযোগী মনে হওয়ায় পুনরায় খেলা শুরুর অনুমতি দেওয়া হয়।
বৃষ্টি থামার আগে ৮৯.৪ ওভারে ৭ উইকেটে বাংলাদেশের রান দাঁড়ায় ৩০৩। উইকেটে ছিলেন মেহেদী হাসান মিরাজ ২১ এবং তাইজুল ইসলাম ১১ রানে অপরাজিত। এর আগে ৯০তম ওভারের চতুর্থ বলে ব্লেসিং মুজারাবানিকে চার মেরে দলের রান ৩০০ পার করান তাইজুল।
প্রসঙ্গত, প্রথম ইনিংসে জিম্বাবুয়ে অলআউট হয় ২২৭ রানে।