Logo

খেলা

আইপিএলে ফের চড়-কাণ্ড!

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১২:২২

আইপিএলে ফের চড়-কাণ্ড!

আইপিএলে ফের মাঠের বাইরে ঘটে গেল বিতর্কিত এক ঘটনা। দিল্লি ক্যাপিটালসের স্পিনার কুলদীপ যাদব চড় মারলেন কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিংকে। ঘটনায় হতবাক ক্রিকেটবিশ্ব।

মঙ্গলবার দিল্লিকে ১৪ রানে হারিয়ে প্লে অফের পথে এগিয়ে গেল কেকেআর। ম্যাচ শেষে মাঠের ধারে আলাপচারিতায় মগ্ন ছিলেন দুই দলের ক্রিকেটাররা। তখনই আচমকা রিঙ্কুর গালে চড় বসিয়ে দেন কুলদীপ। প্রথমে অবাক হয়ে যান রিঙ্কু। কিছু বোঝার আগেই ফের আরেকবার চড় মারেন দিল্লির এই স্পিনার।

রিঙ্কুর চেহারায় ছিল স্পষ্ট বিস্ময়। কিংকর্তব্যবিমূঢ় হয়ে তাকিয়ে ছিলেন কুলদীপের দিকে। ঘটনায় মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় ওঠে।

ফিরল ‘স্ল্যাপগেট’-এর স্মৃতি
ঘটনাটি মনে করিয়ে দেয় ২০০৮ সালের সেই বহুল আলোচিত ‘স্ল্যাপগেট’ কাণ্ড। তখন আইপিএলের প্রথম আসরে পাঞ্জাব দলের শ্রীসন্থকে সপাটে চড় মেরেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের হরভজন সিং। মাঠেই কেঁদে ফেলেছিলেন শ্রীসন্থ। পরে ১১ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন হরভজন।

এবারও ঠিক তেমনই আচমকা কাণ্ড ঘটল। তবে এখনো জানা যায়নি আসল রহস্য। মজার ছলে নাকি রাগের বশে চড় মেরেছেন কুলদীপ, অফিসিয়ালি কোনো মন্তব্য করেননি কেউ।

এদিকে, ঘটনায় ক্ষুব্ধ নেটিজেনরা। অনেকেই কুলদীপের শাস্তির দাবি জানিয়েছেন। কেউ কেউ বিসিসিআইয়ের হস্তক্ষেপ এবং আইপিএলের পক্ষ থেকে ‘ব্যান’ করার কথাও বলেছেন।

তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিসিসিআই বা দিল্লি ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

  • এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর