• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯
ম্যাক্স হাসপাতালকে জরিমানা, ব্যবস্থা নেওয়ার নির্দেশ

ট্টগ্রামের আলোচিত ম্যাক্স হাসপাতালে অনিয়ম ও জালিয়াতির ঘটনা ধরা পড়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

ম্যাক্স হাসপাতালকে জরিমানা, ব্যবস্থা নেওয়ার নির্দেশ

বাইরের ল্যাবে টেস্ট করে নিজেদের নামে রিপোর্ট

  • নিজস্ব প্রতিবেদক ও চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ০৯ জুলাই ২০১৮

ট্টগ্রামের আলোচিত ম্যাক্স হাসপাতালের নানা অনিয়ম ও জালিয়াতির ঘটনা ধরা পড়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে। অনিয়মের কারণে গতকাল রোববার ওই বেসরকারি হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এদিকে হাসপাতালটির অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে ও লাইসেন্স নিয়ে অনিয়মের ঘটনায় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

র্যাব-৭-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের নেতৃত্বে গতকাল বেলা সাড়ে ১১টায় ম্যাক্স হাসপাতালে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানে স্বাস্থ্য অধিদফতর ও ঔষধ প্রশাসন অধিদফতরের প্রতিনিধিরাও সহযোগিতা করেন। বিকাল ৩টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে হাসপাতালটির ল্যাব, ফার্মেসিসহ বিভিন্ন বিভাগে ব্যাপক অনিয়মের চিত্র বের হয়ে আসে।

হাসপাতালটির তৃতীয় তলায় অবস্থিত ল্যাবে কোনো ধরনের নমুনা পরীক্ষা না করেই টেস্ট রিপোর্ট দেওয়ার ঘটনা ধরা পড়ে। অষ্টম তলায় অবস্থিত ফার্মেসির কাগজপত্র পরীক্ষা করে দেখা যায়, ২০১৬ সালের ১৬ ডিসেম্বর এর লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন রেজিস্ট্রেশন নম্বরও নেই তাদের। নেই কোনো অনুমোদিত ফার্মাসিস্ট। এসব অনিয়ম ও জালিয়াতির অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষকে ১০ লাখ টাকা জরিমানা করেন ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

অভিযান শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘ম্যাক্স হাসপাতালে রোগীদের বেশিরভাগ পরীক্ষার রিপোর্ট বাইরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার থেকে করে এনে নিজেদের নামে চালিয়ে দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। এক ডাক্তারের তৈরি করা রিপোর্ট অন্য ডাক্তারের স্বাক্ষরে চালিয়ে দেওয়ার ঘটনাও বের হয়েছে। সরকারের অনুমতি ছাড়া অবৈধভাবে দেশের বাইরে বিভিন্ন টেস্টের জন্য নমুনা পাঠানোর প্রমাণও মিলেছে ওই ল্যাবে।’

এদিকে হাসপাতালটিতে শিশু রাইফার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলকে (বিএমডিসি) নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। গতকাল সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ-সংক্রান্ত এক সভায় সভাপতিত্বকালে স্বাস্থ্যমন্ত্রী এ নির্দেশ দেন।

ভুল চিকিৎসায় রাইফার মৃত্যুর অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে গঠিত স্বাস্থ্য অধিদফতর এবং চট্টগ্রামের সিভিল সার্জনের আলাদা দুটি তদন্ত কমিটির প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে মন্ত্রী এ নির্দেশ দেন। সভায় তদন্ত কমিটির দুটি রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী অভিযুক্ত চিকিৎসকরা হলেন ডা. বিধান রায় চৌধুরী, ডা. দেবাশীষ সেন গুপ্ত ও ডা. শুভ্র দেব।

স্বাস্থ্য অধিদফতরের তদন্তের সুপারিশ অনুযায়ী ম্যাক্স হাসপাতালের লাইসেন্স নিয়ে অনিয়ম আগামী ১৫ দিনের মধ্যে দূর করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ভুল চিকিৎসার অভিযোগ নিয়ে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অভিযোগ দেওয়ার জন্য হটলাইন নম্বর সংবলিত একটি সাইনবোর্ড সব সরকারি ও বেসরকারি হাসপাতালে স্থাপনের জন্য সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ২৯ জুন রাতে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় দৈনিক সমকালের চট্টগ্রাম ব্যুরোর জ্যেষ্ঠ প্রতিবেদক রুবেল খানের আড়াই বছর বয়সী মেয়ে রাইফা খান। ভুল চিকিৎসা ও চিকিৎসকদের গাফিলতির কারণে শিশুটির অকাল মৃত্যুর ঘটনা ব্যাপকভাবে আলোচনায় আসে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads