• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
আনসার আল ইসলামের মিডিয়া সমন্বয়ক আটক

আনসার আল ইসলামের মিডিয়া সমন্বয়ক আটক

প্রতীকী ছবি

অপরাধ

আনসার আল ইসলামের মিডিয়া সমন্বয়ক আটক

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১২ জুলাই ২০১৮

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের মিডিয়া উইংয়ের কো-অর্ডিনেটর (সমন্বয়ক) ইসহাক খানকে (৩২) আটক করেছে র্যাব-৩। গতকাল বুধবার মানিকগঞ্জের সিংগাইরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান।

গতকাল বুধবার বিকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল এমরানুল হাসান জানান, আটকের সময় ইসহাকের কাছ থেকে বিপুলসংখ্যক উগ্রবাদী বই ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। টেকনাফের রোহিঙ্গা শিবির ৩-৪ বার পরিদর্শনে গিয়েছিলেন ইসহাক খান। এ সময় রোহিঙ্গাদের লক্ষাধিক টাকা আর্থিক সহযোগিতা করেছেন। সহায়তার আড়ালে রোহিঙ্গাদের টার্গেট করে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছিলেন তিনি। ইসহাককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এসব তথ্য জানা গেছে বলে জানান তিনি।

প্রচলিত গণতন্ত্রে আস্থা নেই এবং শরিয়ত আইনে বিশ্বাস করতেন ইসহাক। আর এ জন্য লেখনীর মাধ্যমে যুবসমাজকে জিহাদে উদ্বুদ্ধ করার চেষ্টা করছিলেন। তার ভাই আশরাফ আলী খান আনসার আল ইসলামের প্রতিষ্ঠাকালীন সদস্য ও আরেক ভাই রাকিব হিযবুত তাহ্রীরের সদস্য। এদের মধ্যে রাকিব জেলে রয়েছেন আর আশরাফকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান এমরানুল হাসান।

তিনি বলেন, ২০১৩ সালে জসীমউদ্দিন রাহমানী গ্রেফতার হওয়ার পর ইসহাক আত্মগোপনে চলে যান। এরপর নিজের খান প্রকাশনী ও মাকবুল প্রকাশনী থেকে রাহমানী ও আনওয়ার আল আওলাকীসহ বিশ্বের বিভিন্ন বিতর্কিত ধর্মীয় নেতার উগ্রবাদী বইয়ের সঙ্কলন প্রকাশ করে আসছিলেন। তিনি রাহমানী ও আওলাকীর মতবাদে উদ্বুদ্ধ। তার সঙ্কলিত বইয়ের উল্লেখযোগ্য অংশ অনলাইনে প্রচার করে যুবসমাজকে আকৃষ্ট করতেন। এ ছাড়া দেশের বিভিন্ন মাদরাসায় এসব বই সরবরাহ করতেন। পরে মানিকগঞ্জের সিংগাইরে নিজের প্রতিষ্ঠিত মারকাজুল কোরআন ওয়াল হিকমাহ নামের মাদরাসার ছাত্রদের সেসব বই পড়তে বাধ্য করতেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads