• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
অপহূত শিশুকে নদীতে নিক্ষেপ

ব্রাহ্মণবাড়িয়া থেকে অপহৃত এক শিশুকে পাচারকালে ঝালকাঠি থেকে উদ্ধার করেছে পুলিশ

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

অপহূত শিশুকে নদীতে নিক্ষেপ

যুবক আটক

  • নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ সেপ্টেম্বর ২০১৮

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৫ বছরের এক শিশুকে অপহরণের পর ধলেশ্বরী নদীতে ফেলে দেওয়ার অভিযোগে নাজমুল হুদা লিয়ন (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। নদীতে খোঁজাখুঁজি করেও গতকাল বৃহস্পতিবার বিকাল পর্যন্ত ওই শিশুর সন্ধান পাওয়া যায়নি।

শিশু আহাদ বাবুকে অপহরণের অভিযোগ এনে গত বুধবার রাতে ফতুল্লা থানায় প্রতিবেশী লিয়নের বিরুদ্ধে সাধারণ ডায়রি (জিডি) করেন তার বাবা ভোলাইল এলাকার আবদুল মজিদ।

জিডির তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এসআই রোমান খান বিকালে জানান, বুধবার রাতে ফতুল্লা মডেল থানায় জিডির পর রাতেই মুক্তারপুর সেতু এলাকা থেকে মুন্সীগঞ্জ থানা পুলিশ লিয়নকে আটক করে। পরে সে ওই থানা পুলিশের কাছে শিশু আহাদ বাবুকে সেতু থেকে নিচে ফেলে দেওয়ার বিষয়টি স্বীকার করে। যেহেতু মুক্তারপুর সেতুটি মুন্সীগঞ্জ সদর থানাধীন, তাই এখন পুরো বিষয়টি তদারক করছে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ।

ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, লিয়নকে আটকের পর সে স্বীকার করেছে রাতেই বাবুকে মুক্তারপুর সেতু থেকে নিচে ফেলে দিয়েছে। খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালাচ্ছে, তবে এখনো শিশুটির সন্ধান মেলেনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads