সাবেক এমপি বাহার ও তার কন্যা সূচনার ১৭ হাজার ৩৯৭ কোটি টাকা ফ্রিজ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ২২:০০
---2025-07-28T215242-68879e9b7248e.jpg)
সাবেক এমপি বাহার ও তার কন্যা সূচনা। ছবি : সংগৃহীত
কুমিল্লার সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার এবং তার কন্যা ও সাবেক মেয়র তাহসিন বাহার সুচনার বিরুদ্ধে সংঘবদ্ধভাবে প্রতারণা, জালিয়াতি, কমিশন গ্রহণ, হুন্ডির মাধ্যমে অর্থ সংগ্রহ ও বিদেশে অর্থপাচারের অভিযোগে ১৭টি ব্যাংকের ৫৩টি অ্যাকাউন্ট ফ্রিজ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এসব অ্যাকাউন্টে মোট অর্থের পরিমাণ ১৭ হাজার ৩৯৭ কোটি ৯৬ লাখ টাকা।
সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের পক্ষ থেকে করা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালত অ্যাকাউন্টগুলোর উপর ফ্রিজ আদেশ জারি করেন।
অভিযোগে বলা হয়েছে, কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার (পিতা: মৃত আব্দুস সালাম, মাতা: মৃত আজিজুন নেছা, ঠিকানা: ৪০১, মুনসেফ বাড়ি, মনোহরপুর, কুমিল্লা সদর) এবং তাহার কন্যা তাহসিন বাহার সুচনা, সাবেক মেয়র, কুমিল্লা সিটি কর্পোরেশন দীর্ঘদিন ধরে প্রতারণা, জালিয়াতি, অবৈধ কমিশন আদায় ও হুন্ডির মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নিয়ে বিভিন্ন দেশে পাচার করেছেন।
সিআইডির একাধিক অনুসন্ধানে উঠে আসে, এই অর্থ পাচারের সঙ্গে যুক্ত রয়েছে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান, যেগুলো বাহাউদ্দিন বাহার ও তাহসিন সূচনার স্বার্থ সংশ্লিষ্ট।
সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে, মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং চলমান অনুসন্ধানে আরও তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।
এই ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, কেউ আইনের ঊর্ধ্বে নয়। অপরাধ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
- এনএমএম/এমআই