রাজধানীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১২:১২

নিষিদ্ধ ঘোষিত কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার (৩ আগস্ট) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিরা রাজধানীর বিভিন্ন স্থানে গোপনে বৈঠক ও উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, সহিংসতা উসকে দেওয়া এবং নাশকতার পরিকল্পনার অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কাছ থেকে মোবাইল, লিফলেটসহ কিছু আলামতও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।
এনএমএম/এমএইচএস