Logo

অপরাধ

রাজশাহীতে হিমাগারে ডাকাতি : সিআইডির হাতে গ্রেপ্তার ২

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৫:৩৬

রাজশাহীতে হিমাগারে ডাকাতি : সিআইডির হাতে গ্রেপ্তার ২

রাজশাহীর মোহনপুরে নিরাপত্তারক্ষী ও শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে হিমাগারে ডাকাতির ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এলআইসি শাখার তথ্যপ্রযুক্তি সহায়তায় রাজশাহী জেলা ও মেট্রোপলিটন পুলিশের একটি বিশেষ টিম ঢাকার আশুলিয়া ও গাজীপুরের কোনাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন— সিরাজগঞ্জ সদর উপজেলার মফজেল হোসেনের ছেলে মো. সাজেদুল ইসলাম এবং শাহজাদপুর উপজেলার মৃত মোজাম্মেল হকের ছেলে মো. রুবেল।

সিআইডি জানায়, গত ৭ আগস্ট রাত দেড়টার দিকে মোহনপুর উপজেলার বাকশিমইল ইউনিয়নের গাঙ্গোপাড়া গ্রামে ‘দেশ কোল্ড স্টোরেজ (প্রা.) লিমিটেড’-এ প্রায় ৩০-৩৫ জনের একটি ডাকাত দল প্রধান গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা দুই নিরাপত্তা প্রহরীর হাত-পা ও চোখ বেঁধে মোটরসাইকেল গ্যারেজে ফেলে রাখে। এরপর ট্রাক নিয়ে লেবার কোয়ার্টারে ঢুকে ঘুমন্ত ১৮ জন শ্রমিককেও একইভাবে বেঁধে রাখে।

পরে শ্রমিক সর্দারের কক্ষ ও অফিস রুম ভাঙচুর করে নগদ ৩ লাখ ৩৩ হাজার টাকা, পাওয়ার হাউস ও প্রকৌশল বিভাগ থেকে যন্ত্রপাতি ও যন্ত্রাংশসহ মোট ৬৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা।

এ ঘটনায় মোহনপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০২)। সিআইডি বলছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এনএমএম/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর