সরকারি চাকরির নামে প্রতারণা : মূল হোতা সাব্বির গ্রেপ্তার

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ২০:০৪

দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে সরকারি চাকরির নামে কোটি টাকার প্রতারণার মামলার প্রধান আসামি গোলাম আহমেদ সাব্বির (৫৭) সিআইডির হাতে গ্রেপ্তার হয়েছেন। সোমবার (২৫ আগস্ট) রাত ১২টা ৪৫ মিনিটে রাজধানীর মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে সিআইডির রংপুর মেট্রো ও জেলা পুলিশের একটি বিশেষ দল মোহাম্মদপুর থানা পুলিশের সহায়তা নিয়েছিল।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত গোলাম আহমেদ সাব্বির নিজেকে প্রভাবশালী পরিচয় দিয়ে খাদ্য মন্ত্রণালয়ের অধীনে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে মো. আব্দুস সালাম ও মো. রায়হান আলীর কাছ থেকে মোট ৪০ লাখ টাকা আত্মসাৎ করেন।
টাকার মধ্যে ১৫ লাখ ১০ হাজার টাকা তিনি নগদ গ্রহণ করেন, বাকী ২৪ লাখ ৯০ হাজার টাকা জমা হয় তার আল-আরাফাহ ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে। টাকা নেওয়ার পর তিনি ভুয়া নিয়োগপত্র সরবরাহ করেন। আব্দুস সালামকে সিলেটে উপ-খাদ্য পরিদর্শক এবং রায়হান আলীকে খুলনায় সহকারী উপ-খাদ্য পরিদর্শক পদে নিয়োগপত্র দেওয়া হলেও তারা যখন কর্মস্থলে যোগ দিতে যান, তখন নিয়োগপত্রগুলো জাল প্রমাণিত হয়।
এই ঘটনায় ভুক্তভোগীরা রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় ২০২২ সালের ১১ জানুয়ারি মামলা করেন (এফআইআর নং-২৪, জি.আর নং-৬৮১/২২, ধারা ৪০৬/৪২০ পেনাল কোড-১৮৬০)।
সিআইডির তদন্তে উঠে আসে, গোলাম আহমেদ সাব্বিরের কোনো স্থায়ী ঠিকানা নেই। যদিও তার পারিবারিক বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামে, তিনি প্রায় ২৫–৩০ বছর আগে পরিবারসহ সেখান থেকে চলে যান এবং রাজধানীর বিভিন্ন এলাকায় ছদ্মবেশে বাস করছিলেন।
মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই তিনি পলাতক ছিলেন এবং বারবার ঠিকানা পরিবর্তন করে আত্মগোপন করেছিলেন। তবে শেষ পর্যন্ত সিআইডি তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনে।
এনএমএম/এমএইচএস