কারওয়ান বাজারে পুলিশের এডিসিকে ছুরিকাঘাত : ছিনতাইকারী গ্রেপ্তার

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ২০:১১

প্রতীকী ছবি
রাজধানীর কারওয়ান বাজারে পুলিশের একজন অতিরিক্ত উপ-কমিশনারকে (এডিসি) ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৫ আগস্ট) ডিবির একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন চিহ্নিত ছিনতাইকারী। কারওয়ান বাজার এলাকায় অভিযান চালাতে গিয়ে তিনি এডিসি স্তরের এক পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে পালিয়ে যান। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে সনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করার প্রস্তুতি চলছে।
এনএমএম/এমএইচএস