বসুন্ধরায় র্যাবের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৬

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১৫:৫২

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-২।
র্যাব জানায়, শুক্রবার (২৯ আগস্ট) রাতে বিশেষ অভিযানে বসুন্ধরার নিউইয়র্ক ম্যাজিক টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে তাদের আটক করা হয়। এসময় ২টি বিদেশি পিস্তল, ২টি বিদেশি রিভলভার এবং ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. রকিবুল হাসান ফ্রান্স (৩৫), মো. রিয়াজুল ইসলাম (৩৫), মো. কামরুজ্জামান ওরফে নাইম (২৭), মো. আলম (৩৩), মো. আল-আমিন (৩০) ও মো. নয়ন (৩২)।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। মাদক ব্যবসা, জমি দখল, চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কাজে তারা জড়িত ছিল।
র্যাব-২ আরও জানায়, আটক আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের অন্যান্য সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এনএমএম/এমএইচএস