Logo

অপরাধ

৪৮ কোটি টাকা আত্মসাৎ : পুতুলসহ ৩৫ জনের নামে দুদকের মামলার সিদ্ধান্ত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৭

৪৮ কোটি টাকা আত্মসাৎ : পুতুলসহ ৩৫ জনের নামে দুদকের মামলার সিদ্ধান্ত

ছবি : সংগৃহীত

সূচনা ফাউন্ডেশন নামের ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে ৪৪৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ৩৫ জনের নামে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

সোমবার (১ সেপ্টেম্বর) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তদন্ত ও ব্যবস্থা

গত বছরের ৫ আগস্ট সূচনা ফাউন্ডেশনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। এরপর ২৪ নভেম্বর বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে এনবিআর ফাউন্ডেশনের আয়কর অব্যাহতি সুবিধা বাতিল করে। ২৯ জানুয়ারি দুদক অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে ‘অস্তিত্বহীন’ ঘোষণা করে।

গত ২০ মার্চ ফাউন্ডেশনের নামে ৩৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পুতুলসহ দুজনের বিরুদ্ধে মামলা করেছিল দুদক।

অভিযোগের বিবরণ

দুদকের অভিযোগে বলা হয়েছে, পুতুলসহ অন্য আসামিরা সূচনা ফাউন্ডেশন নামসর্বস্ব প্রতিষ্ঠান গঠন করে এনজিও ব্যুরো ও সমাজসেবা অধিদপ্তর থেকে রেজিস্ট্রেশন নেন। এরপর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অবৈধ সুবিধা প্রদানের বিনিময়ে দানের নামে ঘুস আদায় করে প্রতিবন্ধীদের কল্যাণে ব্যয় না করে মোট ৪৪৮ কোটি টাকা আত্মসাৎ করেন।

ফাউন্ডেশনের ১০ আসামি

সায়মা ওয়াজেদ, প্রফেসর ডা. মাজহারুল মান্নান, সাংসদ নাজমুল হাসান পাপন, সায়ফুল্লাহ আব্দুল্লা সোলেনখী, জ্যান বারী রিজভী, প্রাণ গোপাল দত্ত, এম এস মেহরাজ জাহান, প্রফেসর রুহুল হক, শিরিন জামান মুনির ও ডা. হেলালউদ্দিন আহমেদ।

ব্যবসায়ী ৮ আসামি

ইন্তেকাবুল হামিদ, নুরুল ইসলাম বিএসসি, সালমান এফ রহমান, সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান, এ কে এম রহমাতুল্লাহ, মঈন উদ্দীন হাসান রশিদ, মোস্তফা কামাল ও এনায়েতুর রহমান।

এনবিআরের সাবেক চেয়ারম্যানসহ ১৬ আসামি

সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানসহ সাবেক ও বর্তমান সদস্য মিলিয়ে মোট ১৬ জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা হচ্ছে।

আর্থিক অনিয়ম

অভিযোগে আরও বলা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে ৪৪৭ কোটি ৯৫ লাখ টাকার বেশি অর্থ আত্মসাৎ করেছেন এবং ২০১৫-১৬ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত প্রায় এক কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন। এছাড়া সূচনা ফাউন্ডেশনের নামে ১৪টি ব্যাংক হিসাবে ৯৩০ কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন হয়েছে।

প্রেক্ষাপট

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন সায়মা ওয়াজেদ পুতুল। তবে চলতি বছরের ১২ জুলাই তাকে ছুটিতে পাঠায় সংস্থাটি। আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা করেছে দুদক।

এনএমএম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর