পুলিশকে কুপিয়ে জখম, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৯

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৭

প্রতীকী ছবি
রাজধানীর আদাবরে এক পুলিশ সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় নয় জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
ডিএমপির উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বুধবার (৩ সেপ্টেম্বর) জানান, সম্প্রতি আদাবর এলাকায় টহলরত এক পুলিশ সদস্যকে লক্ষ্য করে সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালায়। হামলায় ওই পুলিশ সদস্য গুরুতর আহত হন এবং দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর ডিবি পুলিশ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নয়জনকে গ্রেপ্তার করে।
তিনি জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং হামলায় জড়িত অন্যান্য সন্দেহজনক ব্যক্তিদেরও চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এনএমএম/এমএইচএস