দুবাইয়ে ১২০০ কোটি টাকা পাচার : স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে মামলা

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৪

ছবি : সংগৃহীত
দুবাইয়ে প্রায় ১২০০ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী (৫৬) এবং তার স্ত্রী রুকমীলা জামানের (৪৬) বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান এ তথ্য জানান।
তিনি জানান, ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত সাইফুজ্জামান চৌধুরী দুবাইয়ের বিভিন্ন এলাকায় ২২৬টি ফ্ল্যাট কিনেছেন, যার মূল্য প্রায় ৩৩ কোটি ৫৬ লাখ ৫৭ হাজার দিরহাম। তার স্ত্রী রুকমীলা জামানের নামে রয়েছে প্রায় ২২ লাখ ৫০ হাজার দিরহাম মূল্যের আরও ২টি সম্পত্তি। এছাড়া দুবাই ইসলামী ব্যাংক, জনতা ব্যাংক ও ফার্স্ট আবুধাবি ব্যাংকে ৪টি ব্যাংক হিসাব পাওয়া গেছে, যেখানে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১১ কোটি টাকা লেনদেন হয়েছে। দুবাইয়ের Ras Al Khaimah Economic Zone-এ Zeba Trading FZE (কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস ব্যবসা) এবং Rapid Raptor FZE (সফটওয়্যার ব্যবসা) নামে দুটি কোম্পানি স্থাপন ও পরিচালনার তথ্যও মিলেছে।
এদিকে বাংলাদেশ ব্যাংক নিশ্চিত করেছে যে বিদেশে কোম্পানি নিবন্ধন, বিনিয়োগ বা সম্পত্তি কেনার জন্য সরকারের কোনো অনুমতি নেননি সাইফুজ্জামান চৌধুরী। অর্থাৎ তার এসব কর্মকাণ্ড পুরোপুরি বেআইনি।
জসীম উদ্দিন খান জানান, এই মামলায় সাইফুজ্জামানের স্ত্রী রুকমীলা জামান (৪৬) ছাড়াও আরও অজ্ঞাত ৫-৭ জন সহযোগী রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে সংগৃহীত প্রমাণের ভিত্তিতে মামলা করা হয়েছে। পাচারে জড়িত অজ্ঞাত সহযোগীদের সনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।
এনএমএম/এএ