Logo

অপরাধ

চকবাজারে সিআইডির অভিযানে ভেজাল প্রসাধনী ব্যবসায়ী গ্রেপ্তার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৪

চকবাজারে সিআইডির অভিযানে ভেজাল প্রসাধনী ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকার চকবাজারে সিআইডির বিশেষ অভিযানে ভেজাল প্রসাধনী ব্যবসায়ী মো. তারিকুল ইসলাম ওরফে নয়ন (৩৩) গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান।

তিনি জানান, বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে চকবাজারের বড় কাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার জানান, নয়ন দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ও ভেজাল কসমেটিক উৎপাদন ও বাজারজাত করছিলেন। এসব ক্ষতিকর প্রসাধনী ব্যবহারে সাধারণ মানুষের ক্যান্সারসহ প্রাণঘাতী রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ছিল।

তিনি আরও বলেন, নয়নের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর তদন্ত চলছে। পাশাপাশি ভেজাল ও ক্ষতিকর পণ্য উৎপাদন ও বিপণনে জড়িত অন্যান্যদেরও আইনের আওতায় আনা হবে।

এনএমএম/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর