রাজধানীতে নাশকতার পরিকল্পনায় সাবেক সাংসদসহ গ্রেপ্তার ৮

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৭

প্রতীকী ছবি
রাজধানীতে ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক সাবেক সাংসদসহ দলের আরও আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (৪ আগস্ট) দিবাগত গভীর রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়, জানিয়েছেন ডিএমপি উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সংগঠিত হয়ে রাজধানীতে ঝটিকা মিছিল, সড়ক অবরোধ ও নাশকতার পরিকল্পনা করছিলেন। পাশাপাশি দলের কার্যক্রম পরিচালনায় অর্থায়নের সঙ্গে যুক্ত থাকার অভিযোগও রয়েছে।
তালেবুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা প্রক্রিয়াধীন। তাদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।
তিনি আরও বলেন, ‘রাজধানীতে শান্তিশৃঙ্খলা নষ্ট করার যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।’
এনএমএম/এমএইচএস