Logo

অপরাধ

রাজধানীতে ২৪ ঘণ্টায় আ.লীগ-ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৯

রাজধানীতে ২৪ ঘণ্টায় আ.লীগ-ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযানে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির হামজা ও কেবি কনভেনশন হল ভাড়া প্রদানকারী মো. বায়েজিদসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।

ডিএমপির উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন— নাহিদা নূর সুইটি (৪৮), মিরাজ সিকদার (২৮), মো. বায়েজিদ (৪৫), মহর আলী (৪০), শেখ ইবনে সাদিক (৩০), আমিনুল ইসলাম বিপ্লব (৫৩), নিতাই ঘোষ (৬৫), মো. শামীম শিকদার (৪০), ইমতিয়াজ উদ্দীন সুমিত (২৯), আমির হামজা (২৮), মো. সাকিব কাজী (২৪), মো. নাদিম শেখ (২২) ও মো. রেজওয়ান হাওলাদার (২৯)।

ডিবি সূত্রে জানা গেছে, শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল থেকে রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত কাফরুল, মতিঝিল, ফকিরাপুল, কাজীপাড়া, তুরাগ, নিউ মার্কেট, পরিবাগ, নয়াবাজার, কেরানীগঞ্জ ও বংশালসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা পর্যায়ক্রমে গ্রেপ্তার হন।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা রাজধানীতে সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা, ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং নাশকতার পরিকল্পনায় জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

ডিবি জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার আওয়ামী লীগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর