স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মিঠু গ্রেপ্তার

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২

ছবি : সংগৃহীত
আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্য খাতে দুর্নীতির মূল হোতা হিসেবে পরিচিত মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোরে বিশেষ অভিযান চালিয়ে মিঠুকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি সূত্রে জানা গেছে, মিঠু দীর্ঘদিন ধরে বিভিন্ন টেন্ডার, সরবরাহ ও স্বাস্থ্য প্রকল্পে প্রভাব খাটিয়ে কোটি কোটি টাকার দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। স্বাস্থ্য খাতের নানা অনিয়ম ও দুর্নীতির নেপথ্যে মিঠু মূল ভূমিকা পালন করতেন।
তার বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ থাকলেও এতদিন নানা উপায়ে গ্রেপ্তার এড়াতে সক্ষম হয়েছেন। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী আশা করছে, মিঠুর কাছ থেকে স্বাস্থ্য খাতের দুর্নীতির বড় চক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।
ডিবির এক কর্মকর্তা জানিয়েছেন, ‘স্বাস্থ্য খাতের দুর্নীতির বহু বছর ধরে চলমান চক্রে মিঠু অন্যতম হোতা ছিলেন। তার গ্রেপ্তারের মাধ্যমে আমরা এই চক্র ভাঙার পথে বড় অগ্রগতি পেয়েছি।’
এনএমএম/এমএইচএস