কদমতলীতে বস্তায় লাশ উদ্ধার, প্রেমিক ও তার বোন-ভগ্নিপতি গ্রেপ্তার

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৯
-68c696c826647.jpg)
রাজধানীর কদমতলীতে রোকসানা নামে এক তরুণী হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় তার প্রেমিক, প্রেমিকের বোন ও ভগ্নিপতিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, প্রেমিক সাইফুল অন্য একজন নারীকে বিয়ে করতে চাইলে বাধা দেন রোকসানা। এতে ক্ষুব্ধ হয়ে সাইফুল, তার বোন সুমি আক্তার এবং ভগ্নিপতি এলাহি ইব্রাহিম পরিকল্পিতভাবে রোকসানাকে হত্যা করে লাশ বস্তায় ভরে রাস্তার পাশে ফেলে দেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে কদমতলী থানায় জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ খবর পেয়ে পুলিশ লাল মিয়া সড়কে ফেলে রাখা একটি বস্তা থেকে নারীর লাশ উদ্ধার করে। পরে সিআইডির ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণে ভিকটিমের পরিচয় শনাক্ত করা হয়। নিহতের বোন ছবির মাধ্যমে রোকসানাকে সনাক্ত করেন।
ঘটনার পর নিহতের ভগ্নিপতি থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জুরাইন-বৌবাজার এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত অটোরিকশা, পলিথিন ও ভিকটিমের স্যান্ডেল জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
এনএমএম/এমএইচএস