Logo

অপরাধ

ডিবি পরিচয়ে ডাকাতি, ট্রাক, কার ও মোটরসাইকেলসহ ৩ জন গ্রেপ্তার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৯

ডিবি পরিচয়ে ডাকাতি, ট্রাক, কার ও মোটরসাইকেলসহ ৩ জন গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ডিবি পুলিশের পরিচয়ে সংঘটিত ডাকাতির ঘটনায় ট্রাক, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ দুর্ধর্ষ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো— মনোয়ার হোসেন সকাল ওরফে বাবু (৩৪), মো. টিটু মিয়া (৩২) এবং মো. মিঠু মিয়া (৪৮)। তাদের হেফাজত থেকে একটি ট্রাক, একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল ও ২৯৭ প্যাকেট আর্ট পেপার উদ্ধার করা হয়েছে। 

শনিবার (১৩ সেপ্টেম্বর) মিরপুর, বাবুবাজার ও চাঁদপুরের হাইমচরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, গত ২৯ আগস্ট গভীর রাতে আর্ট পেপার পরিবহনের সময় মাতুয়াইল পশ্চিমপাড়ায় ডাকাতরা ট্রাক থামিয়ে ডিবি পুলিশের পরিচয় দিয়ে কাগজপত্র দেখতে চায়। পরে চালকদের ভয়ভীতি দেখিয়ে ট্রাকটি ছিনিয়ে নেয় তারা। এ ঘটনায় ট্রাক মালিক মো. সেলিম মোল্লা ১০ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ডাকাত দলের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার তিনজনই একটি পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা নয়াবাজারমুখী ট্রাক ও ব্যবসায়ীদের পিছু নিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে পণ্য লুট করত।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডাকাতি গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর