Logo

অপরাধ

উত্তরায় গৃহবধূ হত্যাকাণ্ডের নেপথ্যে স্বামী : ডিএমপি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৪

উত্তরায় গৃহবধূ হত্যাকাণ্ডের নেপথ্যে স্বামী : ডিএমপি

রাজধানীর উত্তরার তুরাগ এলাকায় কাশবন থেকে উদ্ধার হওয়া গৃহবধূ বিথী আক্তার বিলকিসের (৩৫) হত্যার রহস্য উদঘাটনের দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তদন্তে জানা গেছে, পারিবারিক কলহ ও ঋণের বোঝা থেকে মুক্তি পেতে পরিকল্পিতভাবে স্ত্রীকে হত্যা করেছেন স্বামী মো. বাবুল মিয়া (৪৭)।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, গত বৃহস্পতিবার সকালে রাজউকের ১৭ নম্বর সেক্টরের কাশবন থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। পরে নিখোঁজ ডায়েরির সূত্র ধরে নিহতের মা মনোয়ারা বেগম লাশ শনাক্ত করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার দিন ভাড়া বাসায় থাকা অবস্থায় বাবুল মিয়া ফোনে স্ত্রীকে বাইরে আসতে বলেন। তিনি দাবি করেন, সুদের টাকা ধার নেওয়ার জন্য ব্যাংকের কাগজপত্র প্রয়োজন। ওই অজুহাতে বিলকিস বাসা থেকে বের হলেও আর ফেরেননি। 

তদন্তে নেমে পুলিশ শনিবার রাতে বাবুল ও তার সহযোগী মো. সম্রাটকে (২০) গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই হত্যার দায় স্বীকার করেছেন।

ডিসি মহিদুল জানান, বাবুল প্রথমে পুলিশের কাছে বিভ্রান্তিকর তথ্য দিলেও মোবাইল ফোনের লোকেশন বিশ্লেষণে তার উপস্থিতি উত্তরায় পাওয়া যায়। পরে কঠোর জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেন এবং জানান, দুই-তিন মাস আগে থেকেই তিনি পরিকল্পনা করছিলেন।

বাবুলের স্বীকারোক্তি অনুযায়ী, সম্রাট ভিকটিমের পা চেপে ধরে রাখে এবং বাবুল নিজে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যা করে। এ সময় আরও দুজন ঘটনাস্থলে ছিল বলে পুলিশ জানিয়েছে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন গ্রেপ্তার ঢাকার খবর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর