Logo

অপরাধ

গোমতী সেতুর টোল অনিয়মে হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১৭:৫১

গোমতী সেতুর টোল অনিয়মে হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি

গোমতী সেতুর টোল আদায়ের কার্যাদেশে অনিয়ম ও সরকারি ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আসামির তালিকায় শেখ হাসিনা ছাড়াও রয়েছেন সাবেক কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী।

দুদকের জনসংযোগ শাখার সহকারী পরিচালক তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ইতোমধ্যে মামলার অনুমোদন দিয়েছে কমিশন। শেখ হাসিনা ছাড়াও আসামিদের তালিকায় আরও রয়েছেন সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রতিমন্ত্রী এম এ মান্নান, সাবেক সচিব এম এ এন ছিদ্দিকসহ মোট ১৭ জন।

তিনি বলেন, ২০১৬ সালে মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের জন্য কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস) লিমিটেডকে একক উৎসভিত্তিক দরপত্রের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। আগের দরপত্র ইচ্ছাকৃতভাবে বাতিল করে কেবল এই প্রতিষ্ঠানটির সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তি করা হয়।

অভিযোগ রয়েছে, চুক্তিতে সার্ভিস চার্জ নির্ধারণে অনিয়ম করা হয়। সিএনএস লিমিটেডকে আদায়কৃত টোলের ১৭ দশমিক ৭৫ শতাংশ হারে (ভ্যাট ও আয়কর ব্যতীত) পারিশ্রমিক দেওয়া হয়। একই কাজের জন্য আগের প্রতিষ্ঠান এমবিইএল-এটিটি পেয়েছিল মাত্র ১৫ কোটি ৫৮ লাখ টাকায়, যেখানে সিএনএস লিমিটেড পেয়েছে প্রায় ৪৮৯ কোটি টাকা।

দুদকের তদন্তে জানা গেছে, এই প্রক্রিয়ায় সরকারের আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ৩০৯ কোটি টাকারও বেশি। দুদক সূত্র জানিয়েছে, এ বিষয়ে প্রাথমিক অনুসন্ধান শেষ হয়েছে এবং আনুষ্ঠানিক মামলা রুজুর প্রস্তুতি চলছে।

দুদক কর্মকর্তারা মনে করছেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সড়ক ও জনপথ অধিদপ্তর এবং ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কিছু সদস্যও একযোগে অনিয়মে জড়িত থাকতে পারেন। 

এনএমএম/এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশন শেখ হাসিনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর