ছবি : সংগৃহীত
প্রতারণার মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কসের স্বত্বাধিকারী মো. খায়রুল বাশার বাহারের নামে থাকা ৩টি ফ্ল্যাট ক্রোক করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ফ্ল্যাটগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালত খায়রুল বাশার বাহারের নামে থাকা উক্ত ফ্ল্যাট ক্রোক এবং রিসিভার নিয়োগের আদেশ দেন।
এর আগে প্রতারণার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিআইডি প্রাথমিক অনুসন্ধানে মানিলন্ডারিংয়ের প্রমাণ পায়। পরে গুলশান থানায় (ডিএমপি) মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধনী ২০১৫) এর ৪(২)/৪(৪) ধারায় মামলা (নং-০৫, তারিখ: ০৪/০৫/২০২৫) দায়ের করা হয়।
পরে গত ১৪ জুলাই ২০২৫ ধানমন্ডি এলাকা থেকে অভিযুক্ত খায়রুল বাশার বাহারকে গ্রেফতার করে সিআইডি আদালতে সোপর্দ করে।
সিআইডি বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান, খায়রুল বাশার বাহার নিজেকে শিক্ষাবিদ ও ব্যবসায়ী হিসেবে পরিচয় দিলেও তিনি বিএসবি গ্লোবাল নেটওয়ার্কসের মাধ্যমে একটি সংঘবদ্ধ প্রতারকচক্রের সহায়তায় শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। আমেরিকা, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে স্বল্প খরচে উচ্চশিক্ষার সুযোগের প্রলোভন দেখিয়ে তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেন।
তদন্তে দেখা গেছে, প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থে বাহার ৩টি ফ্ল্যাট ক্রয় করেন, যার বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।
বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট পরিচালনা করছে। সংস্থাটি জানিয়েছে, মামলার অন্যান্য আসামি ও সম্পদের সন্ধান, অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন এবং সংশ্লিষ্টদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
- এনএমএম/এমআই

