Logo

অপরাধ

২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৯৫

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১৯:০১

২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৯৫

গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ১৯৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন ৭৬৭ জন। আর অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৪২৮ জন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৭৬৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিভিন্ন অপরাধে আরও ৪২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানের সময় একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় পাইপগান, দুটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি, দুটি রাউন্ড কার্তুজ, একটি সুইচ গিয়ার চাকু এবং তিনটি দা উদ্ধার করা হয়েছে।

এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর