পিরামিড ও এমএলএম স্কিম নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১২:৪৪

যুবক-ডেসটিনির মতো নতুন করে প্রতারণার ফাঁদ পেতেছে একাধিক চক্র। বিপুল মুনাফার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে অবৈধভাবে অর্থ সংগ্রহের অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক করতে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (১০ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে কিছু প্রতিষ্ঠান গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ ও বিনিয়োগের প্রলোভন দিচ্ছে। এসব প্রতিষ্ঠানের মূল কৌশল পিরামিড বা পঞ্চি স্কিমের আদলে গড়ে উঠেছে, যেখানে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের অর্থ হাতিয়ে নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের প্রতারণামূলক ব্যবসার মাধ্যমে সাধারণ জনগণের কষ্টার্জিত অর্থ আত্মসাৎ করা হচ্ছে। অতীতে এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংক জনগণকে সতর্ক করে বলেছে, বিনিয়োগের আগে প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা ও বৈধতা যাচাই করতে হবে। পাশাপাশি সন্দেহজনক লেনদেন বা প্রতারণামূলক কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
- এএইচএস/এমজে