গাড়ি টেস্ট ড্রাইভের নামে প্রতারণা, বারভিডার সতর্কবার্তা

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১৫:০০

বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা) তাদের সদস্যদের উদ্দেশে একটি সতর্কবার্তা জারি করেছে।
সম্প্রতি সংগঠনের সভাপতি আব্দুল হক এবং সাধারণ সম্পাদক রিয়াজ রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একটি প্রতারক চক্র টেস্ট ড্রাইভ বা ব্যবসায়িক প্রতিনিধি পরিচয়ে গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুলশান, তেজগাঁও, বারিধারা এবং অন্যান্য এলাকার মতো রাজধানীর বিভিন্ন স্থানে এই চক্রটি সক্রিয়। সম্প্রতি বেশ কয়েকটি ঘটনায় দেখা গেছে, প্রতারকরা নিজেদের ক্রেতা বা প্রতিনিধি পরিচয় দিয়ে টেস্ট ড্রাইভের কথা বলে গাড়ি নিয়ে পালিয়ে যায়।
বারভিডার সদস্য প্রতিষ্ঠান জেলা মটরস (সদস্য নম্বর ১১৫) এবং ইউনিভিল (সদস্য নম্বর ১৯১) এর সঙ্গে সম্প্রতি এমন একটি প্রতারণার ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠান দুটির গ্যারেজ থেকে টেস্ট ড্রাইভের নামে প্রতারকরা গাড়ি নিয়ে পালিয়ে যায়, তবে পরে তা উদ্ধার করা সম্ভব হয়।
এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বারভিডা তাদের সকল সদস্যকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে। একইসাথে দায়িত্বশীলভাবে গাড়ি প্রদানের আহ্বানও জানায় তারা।
এএইচএস/এটিআর