
দুর্বল তিন ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক গুলো হলো- মেঘনা ব্যাংক, এনআরবি ব্যাংক এবং এনআরবিসি।
বুধবার (১২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন।
২০২৪ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশ ব্যাংক আল-আরাফাহ ইসলামী ব্যাংক এবং বাংলাদেশ কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ গঠন করেছিল।
এছাড়াও, ২০২৩ সালের ডিসেম্বরে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ গঠন করা হয়।
এএইচএস/এমএইচএস