-67da8392d2374.jpg)
ছবি : সংগৃহীত
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (১৯ মার্চ) সবগুলো সূচকের পতন হলেও বেড়েছে টাকার অঙ্কে লেনদেন। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৮৪ কোটি ৫৮ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছে ৪৫১ কোটি ১৮ লাখ টাকা।
বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ২ পয়েন্ট কমেছে। এসময় ডিএসইর বেশির ভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। এরআগে দুপুর ১টার দিকে ডিএসইর প্রধানসূচক ৪ পয়েন্ট বাড়লেও দিনের শেষে সেই ধারাবাহিকতা রক্ষা করা যায়নি। সবশেষে বাজার পর্যালোচনা করে দেখা যায় ডিএসইর প্রধান সূচক।
বুধবার (১৯ মার্চ ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার পর্যালোচনা করে সূচকের এমন চিত্র লক্ষ্য করা যায়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য মতে, এদিন ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২ দশমিক ৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২০৭ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১ দশমিক ৩৫ পয়েন্ট কমে ১ হাজার ১৫৮ আর ‘ডিএস-৩০’ সূচক ০ দশমিক ৬০ পয়েন্ট কমে ১ হাজার ৮৮১ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৪৮২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫০টির, কমেছে ১৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯ কোম্পানির শেয়ারদর।
এএইচএস/এমআই