Logo

অর্থনীতি

ইসরায়েলি নয়, তবু বিকাশ বর্জনের ডাক ‘উদ্দেশ্যপ্রণোদিত’

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১৯:৩০

আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫৫

ইসরায়েলি নয়, তবু বিকাশ বর্জনের ডাক ‘উদ্দেশ্যপ্রণোদিত’

মোবাইল ফাইন্যান্সিয়াল কোম্পানি বিকাশের সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। একে ইসরায়েলি প্রতিষ্ঠান আখ্যা দিয়ে বর্জনের আহ্বান জানানোর ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

সোমবার (৭ এপ্রিল) সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকাশ বর্জনের আহ্বান জানিয়ে পোস্ট করা ফটোকার্ড ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে বিকাশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকাশ ব্র্যাক ব্যাংকের একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান। এছাড়াও বিকাশের শেয়ারহোল্ডারদের মধ্যে রয়েছেন চীনভিত্তিক আলিবাবা (অ্যান্ট) গ্রুপ, জাপানভিত্তিক সফটব্যাংক ভিশন ফান্ড, বিশ্ব ব্যাংক গ্রুপের অন্তর্গত ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, যুক্তরাষ্ট্রভিত্তিক মানি ইন মোশন এলএলসি ও বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। বিকাশের সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই।

বিকাশ বর্তমানে বাংলাদেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোনভিত্তিক অর্থ স্থানান্তর (এমএফএস) সেবাদানকারী প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের সবচেয়ে বড় অর্থায়ন প্রতিষ্ঠান। বিকাশ বাংলাদেশের প্রথম ইউনিকর্ন স্টার্ট-আপ (যার মূল্যায়ন ১ বিলিয়ন ডলার বা তার বেশি) কোম্পানি। ২০১১ সাল থেকে বাংলাদেশে বিকাশ ব্যবসায়িক কার্যক্রম চালু রেখেছে।

এএইচএস/এমআই/ 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিকাশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর