Logo

অর্থনীতি

পুঁজিবাজারে আজও নিম্নমুখী সূচক

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১২:৩৫

পুঁজিবাজারে আজও নিম্নমুখী সূচক

নববর্ষ বরণের পরও বিনিয়োগকারীদের ভাগ্য পরিবর্তন হয়নি। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১২ টা ১০ মিনিট পর্যন্ত সবগুলো সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে।

দিনশেষে প্রধান সূচক ডিএসইএক্স ১৩.৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১৫৫ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ৪.৪৩ পয়েন্ট কমে হয়েছে ১ হাজার ১৬১ পয়েন্ট এবং ডিএসই শরীয়াহ সূচক (ডিএসইএস) ১০.২৫ পয়েন্ট কমে নেমেছে ১ হাজার ১০৮ পয়েন্টে।

ডিএসই সূত্রে জানা গেছে, আজ ২২৩ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।  এর মধ্যে দাম বেড়েছে ১৩৮ কমেছে ১৮০ টি, আর অপরিবর্তিত রয়েছে ৭৭টি কোম্পানির শেয়ার দর।

এএইচএস/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর