বাংলালিংকের ডেপুটি সিইও হলেন জহরত আদিব চৌধুরী

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১৮:৪৪

দেশের অন্যতম ইনোভেটিভ ডিজিটাল অপারেটর বাংলালিংকের ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার (ডেপুটি সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন জহরত আদিব চৌধুরী। কোম্পানির ডিজিটাল রূপান্তরের যাত্রায় এই নিয়োগকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
জহরত ২০১৪ সালে বাংলালিংকে চিফ লিগ্যাল অফিসার অ্যান্ড কোম্পানি সেক্রেটারি হিসেবে যোগ দেন। দুই দশকেরও বেশি সময়ের পেশাগত অভিজ্ঞতা সম্পন্ন এই কর্পোরেট ব্যক্তিত্ব বাংলালিংককে একটি টেলিকম অপারেটর থেকে দেশের সবচেয়ে উদ্ভাবনী ডিজিটাল কোম্পানিতে রূপান্তরের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
‘অ্যাসেট-লাইট’ মডেল এবং ‘রেগুলেটরি কমপ্লায়েন্স’ নিশ্চিত করার মতো কৌশলগত প্রকল্পগুলোতে নেতৃত্ব দেন তিনি। ডেপুটি সিইও হিসেবে তিনি এখন কোম্পানির কৌশলগত দিকনির্দেশনায় ভূমিকা রাখার পাশাপাশি গ্রাহকদের জন্য উন্নত ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে সিনিয়র লিডারশিপ টিমের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবেন।
বাংলালিংকের সিইও ইওহান বুসে বলেন, ‘জহরতের নেতৃত্বগুণ ও পেশাগত দক্ষতা তাকে এই দায়িত্বের জন্য উপযুক্ত করে তুলেছে। এই নিয়োগ কেবল প্রাতিষ্ঠানিক উন্নয়ন নয়, বরং গ্রাহক ও অংশীজনদের জন্য উন্নত অভিজ্ঞতা এবং প্রবৃদ্ধির প্রতিশ্রুতি।’
নিয়োগ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে জহরত আদিব চৌধুরী বলেন, ‘এই দায়িত্ব পেয়ে আমি গর্বিত। বাংলালিংকের মাধ্যমে দেশের ডিজিটাল ইকোসিস্টেমের সম্প্রসারণে কাজ করে যেতে চাই, যাতে সবার জন্য উন্নত সংযোগ এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করা যায়।’
উল্লেখ্য, জহরত আদিব চৌধুরী ইংল্যান্ডের লিংকনস ইন থেকে ব্যারিস্টার এট ল’ সম্পন্ন করেছেন এবং হার্ভার্ড বিজনেস স্কুলের প্রাক্তন শিক্ষার্থী।
এইচকে/এমএইচএস