
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৬ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে জানা গেছে, ১৫ এপ্রিল পর্যন্ত রিজার্ভের মোট পরিমাণ দাঁড়িয়েছে ২৬,৫১৫.৯৯ মিলিয়ন ডলার (গ্রস)।
তবে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর নির্ধারিত ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম৬) অনুযায়ী হিসাব করলে রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ২১,১৭৫.৫৪ মিলিয়ন ডলার।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্লেষকদের মতে, আমদানি ব্যয়, রেমিট্যান্স প্রবাহ এবং বৈদেশিক ঋণ পরিশোধের ওপর ভিত্তি করে রিজার্ভের এই পরিবর্তন ঘটছে।
এএইচএস/এটিআর