Logo

অর্থনীতি

নেপালে গেল আরও ৩৭৮ মেট্রিক টন আলু

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১১:০১

নেপালে গেল আরও ৩৭৮ মেট্রিক টন আলু

ছবি : বাংলাদেশের খবর

ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলেও চারদেশীয় স্থলবন্দরে থেমে নেই ব্যবসা-বাণিজ্যের আমদানি-রপ্তানি কার্যক্রম। বন্দরটি দিয়ে নিয়মিত নেপালে রপ্তানি হচ্ছে বাংলাদেশের আলু।

রোববার (২০ এপ্রিল) বন্দরটি দিয়ে নেপালে ৩৭৮ মেট্রিক টন আলু যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন।

তিনি বলেন, রোববার নেপালে ৩৭৮ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে। আলুগুলো রপ্তানি করছে থিংকস টু সাপ্লাই, হাবিব ইন্টারন্যাশনাল, ঈশান অ্যাগ্রো ফার্ম। এছাড়া বন্দরটি দিয়ে নেপালে আলু রপ্তানি করছে মিয়ামি ড্রেজিং, হুসেন এন্টারপ্রাইজ, স্বাধীন এন্টারপ্রাইজ ও ক্রসেস অ্যাগ্রোসহ বেশ কিছু রপ্তানিকারক প্রতিষ্ঠান। এখন পর্যন্ত ৪ হাজার ৮৭২ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে।

উজ্জ্বল হোসেন আরও বলেন, আলুগুলো পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুর জেলার বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে নিয়মিত নেপালে রপ্তানি হচ্ছে। এভাবে আলু নিয়মিত রপ্তানি হতে থাকলে বাংলাদেশ সরকার বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে এবং আমাদের দেশের কৃষক তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পাবেন।

এর আগে গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বন্দরটি দিয়ে ২৭৩ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে।

বন্দরটি দিয়ে বাংলাদেশ থেকে ভারত ও নেপালে পাট, ওষুধ, প্রাণ ও ওয়ালটনের পণ্য, জুস, মোটরসাইকেল, ব্যাটারিসহ নানা ধরনের পণ্য রপ্তানি হচ্ছে। অপরদিকে মসুর ডাল, গম, ভুট্টা, চিরতা, হাজমলা, যন্ত্রপাতি, প্লাস্টিক দানা, রেললাইনের স্লিপার, খইল, আদা ও চিটাগুড় আমদানি করা হয়।

এসকে দোয়েল/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর