Logo

অর্থনীতি

বছরের প্রথম প্রান্তিকে ১২৯ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি গার্ডিয়ানের

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১০:৩২

বছরের প্রথম প্রান্তিকে ১২৯ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি গার্ডিয়ানের

২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ—এই তিন মাসে ১২৯ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গার্ডিয়ান জানায়, এ সময়ে মৃত্যুজনিত বীমা দাবির পরিমাণ ছিল ৭৭ কোটি টাকা। স্বাস্থ্যসংক্রান্ত দাবির পরিমাণ ৩৯ কোটি এবং মেয়াদপূর্তি ও অন্যান্য দাবির অঙ্ক ছিল ১৩ কোটি টাকা।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, দ্রুত বীমা দাবি নিষ্পত্তিকে তারা অগ্রাধিকার দিচ্ছে। এ কারণে মোট দাবি নিষ্পত্তির ৯৫ শতাংশই হয়েছে মাত্র তিন কর্মদিবসের মধ্যে।  

বর্তমানে দেশি-বিদেশি ৪৫০টির বেশি প্রতিষ্ঠানের কর্মীদের জন্য বীমা সেবা দিচ্ছে গার্ডিয়ান। চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশের অন্যতম শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান রবি ও অন্যান্য স্বনামধন্য সংস্থাও গার্ডিয়ানের গ্রাহক হয়েছে।  

এ ছাড়া প্রতিষ্ঠানটি দেশের এক কোটি ২৬ লাখের বেশি মানুষকে বীমার আওতায় এনেছে বলে জানানো হয়েছে। এ সংখ্যা আরও বাড়াতে কাজ করছে গার্ডিয়ান।

গার্ডিয়ান লাইফের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী শেখ রকিবুল করিম, এফসিএ বলেন, ‘বীমা সেবাকে সবার জন্য সহজলভ্য করতেই আমরা কাজ করছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে গ্রাহকের আস্থা অর্জন করাই আমাদের লক্ষ্য।’  

তিনি আরও বলেন, ‘তিন কর্মদিবসের মধ্যে বীমা দাবি নিষ্পত্তির মাধ্যমে আমরা এই প্রতিশ্রুতি রক্ষা করছি।’  

প্রতিষ্ঠানটির হেল্পলাইন ১৬৬২২ নম্বরে সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা সেবা মিলছে। রয়েছে চ্যাটবট ও টেলিমেডিসিন সেবাও।

এইচকে/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর