Logo

অর্থনীতি

বিসিআই আয়োজিত কর্মশালা

মানবসম্পদ ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের প্রশিক্ষণ

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১৫:৩৯

মানবসম্পদ ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের প্রশিক্ষণ

রাজধানীর বিসিআই বোর্ডরুমে অনুষ্ঠিত হলো ‘এইআই ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) উদ্যোগে রাজধানীর বিসিআই বোর্ডরুমে অনুষ্ঠিত হলো ‘এইআই ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা।

শনিবার (২৬ এপ্রিল) কর্মশালার উদ্বোধন করেন বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নেটকম লার্নিং বাংলাদেশের সিনিয়র ম্যানেজার (ব্যবসা উন্নয়ন) মো. ইমদাদুল ইসলাম এবং লার্নিং পরামর্শক হাসান মো. জুবায়ের। কর্মশালায় বিসিআই সদস্যসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের ২৫ জন প্রতিনিধি অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিসিআই-এর মহাসচিব ড. মো. হেলাল উদ্দিন বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ২০২৪ সালের জরিপ অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তা সূচকে বাংলাদেশের অবস্থান ১১৩তম। দেশের ৮৪ শতাংশ যুবক এখনো এইআই পরিচালনায় উপযুক্ত দক্ষতা অর্জন করেনি। এখনই সময় সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে উদ্যোগ নেওয়ার।

প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) বলেন, বিশ্ব এখন চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রবেশ করেছে। শিল্পখাতে প্রতিযোগিতায় টিকে থাকতে প্রযুক্তিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তা দক্ষতার কোনো বিকল্প নেই। দেশের যুবসমাজকে দক্ষ করে তুলতে বিসিআই ধারাবাহিকভাবে এমন প্রশিক্ষণের আয়োজন করে যাবে।

কর্মশালার দ্বিতীয় পর্বে প্রশিক্ষকেরা পৃথক দুটি অধিবেশনে মানবসম্পদ ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহার নিয়ে আলোচনা করেন। পরে অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করা হয় এবং বিকেলে বিসিআই-এর সিনিয়র সহসভাপতি প্রীতি চক্রবর্তী অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

এএইচএস/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর