সহজ ভ্যাট ব্যবস্থা ও আইনশৃঙ্খলার উন্নতি চান ব্যবসায়ীরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১৯:১২
-680cdbae98c8d.jpg)
অস্থিতিশীল বৈশ্বিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে দেশের অর্থনীতিতে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা আরও বাড়িয়ে তুলেছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ব্যবসায়িক হয়রানি, ব্যাংক ঋণের উচ্চ সুদহার, আয়কর ও ভ্যাট প্রদানে জটিলতা এবং অসহনীয় যানজট। এতে ব্যবসা পরিচালনার খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি বিনিয়োগ পরিস্থিতিও আশানুরূপ নয় বলে মনে করছেন ব্যবসায়ীরা।
শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর টোকিও কনভেনশন সেন্টারে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক মতবিনিময় সভায় তাঁরা এ উদ্বেগ প্রকাশ করেন। ধানমন্ডি, মোহাম্মদপুর ও আদাবর এলাকার ১০টি ব্যবসায়ী সংগঠনের নেতা ও স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিরা এতে অংশ নেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (এসএমই ও বিশেষ কর্মসূচি বিভাগ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট (ঢাকা পশ্চিম)–এর অতিরিক্ত কমিশনার মো. মিলন শেখ এবং ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (তেজগাঁও বিভাগ) মো. আলমগীর কবির।
সভায় স্বাগত বক্তব্যে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, কর ও ভ্যাট ব্যবস্থার জটিলতা, বৈদেশিক মুদ্রা সংকট, আমদানি-রপ্তানির দীর্ঘসূত্রিতা এবং আইনশৃঙ্খলার অবনতির কারণে ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। বিশেষ করে ছোট ও মাঝারি উদ্যোক্তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ব্যবসায়িক পরিবেশ নিরাপদ, স্থিতিশীল ও পূর্বানুমানযোগ্য করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
তাসকীন আহমেদ জানান, ডিসিসিআই আসন্ন বাজেটে উৎসে কর কমানো, মূসক হার একক অঙ্কে আনা এবং অনানুষ্ঠানিক খাতের জন্য ১ শতাংশ মূসক নির্ধারণের প্রস্তাব দিয়েছে। এ ছাড়া রাজস্ব ব্যবস্থাপনায় অটোমেশন চালুর দাবি জানিয়েছে, যাতে ব্যবসায় সহায়ক পরিবেশ তৈরি হয় ও সরকারের রাজস্ব আয় বাড়ে।
তিনি বলেন, "ব্যবসায়ীরা কর দিতে চায়, কিন্তু হয়রানি চায় না।" পাশাপাশি শিল্পায়নের ধারাবাহিকতা রক্ষায় উদ্যোক্তাদের জন্য ঋণপ্রাপ্তি সহজ করার আহ্বান জানান তিনি।
সভায় বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, এসএমই খাতে ঋণপ্রবাহ বাড়াতে সম্প্রতি নতুন মাস্টার সার্কুলার জারি করা হয়েছে। সেখানে মেয়াদি ঋণের মেয়াদ ৫ বছর থেকে বাড়িয়ে ৭ বছর করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ২৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল থেকে এসএমই উদ্যোক্তারা ৭ শতাংশ সুদে এবং নারী উদ্যোক্তারা ৫ শতাংশ সুদে ঋণ নিতে পারবেন বলেও তিনি জানান।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মো. মিলন শেখ বলেন, জাতীয় রাজস্বের প্রায় ৮০ শতাংশ এনবিআর সংগ্রহ করে, যা কঠিন কাজ। মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় ভ্যাট আদায়ে ১৫-২০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে জানিয়ে তিনি বলেন, গত তিন মাসে এই অঞ্চলের ৯০ শতাংশ ব্যবসাপ্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনা হয়েছে। ভ্যাট আদায় বাড়াতে মোবাইল অ্যাপ চালুর প্রস্তাবও দিয়েছেন তিনি।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আলমগীর কবির জানান, গত দুই মাসে তেজগাঁও অঞ্চলে আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে এবং মামলা কমেছে। মার্চ মাসে পুলিশের বিশেষ অভিযানে ৬৩ জন চাঁদাবাজ এবং মোহাম্মদপুর এলাকায় একদিনে ৭১ জন অপরাধী গ্রেপ্তার করা হয়েছে। ঈদ সামনে রেখে মার্কেটগুলোতে নিরাপত্তা জোরদারে পুলিশের সহযোগিতা চেয়েছেন তিনি।
ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তানিয়া সুলতানা বলেন, জনবল সংকটের মধ্যেও ট্রাফিক বিভাগ যানজট নিয়ন্ত্রণে কাজ করছে। তবে জনসচেতনতা বাড়ানো ও আইন মেনে চলার ওপর গুরুত্ব দেন তিনি।
মুক্ত আলোচনায় টোকিও স্কয়ার, রাপা প্লাজা ও টাউন হল মার্কেটের ব্যবসায়ীরা ভ্যাট প্রদানের প্রক্রিয়া সহজ করা, ভ্যাট অ্যাপ চালু, আইনশৃঙ্খলা উন্নয়ন, চাঁদাবাজি রোধ, যানজট কমানো এবং ঋণ সুবিধা সহজ করার দাবি জানান।
অনুষ্ঠান শেষে ২৭টি প্রতিষ্ঠানকে ডিসিসিআইয়ের নতুন সদস্যপদ দেওয়া হয়। ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ নতুন সদস্যদের হাতে সার্টিফিকেট তুলে দেন।
এএইচএস/এমএইচএস