রেকর্ড রেমিট্যান্স, ২৬ দিনে এসেছে ২.২৭ বিলিয়ন ডলার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ২১:২৩
-680e4bf181e8c.jpg)
দেশের ইতিহাসে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। চলতি এপ্রিল মাসের প্রথম ২৬ দিনেই ২.২৭ বিলিয়ন ডলার (২২৭ কোটি ১০ লাখ ডলার) রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এর পরিমাণ ২৭ হাজার ৭০৬ কোটি টাকার বেশি। প্রতিদিন গড়ে দেশে আসছে ৮ কোটি ৭৩ লাখ ডলার, অর্থাৎ ১ হাজার ৬৬ কোটি টাকার বেশি।
রোববার (২৭ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসের প্রথম ২৬ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮৫ কোটি ৩৮ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে ১১ কোটি ৯৪ লাখ ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সবচেয়ে বেশি—১২৯ কোটি ৩৫ লাখ ৭০ হাজার ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪২ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স।
এর আগে, মার্চ মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩.২৯ বিলিয়ন ডলারের (৩২৯ কোটি ডলার) রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ৪০ হাজার ১৩৮ কোটি টাকা। মার্চে প্রতিদিন গড়ে এসেছে ১০ কোটি ৬১ লাখ ডলার বা ১ হাজার ২৯৫ কোটি টাকা।
গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে উল্লেখযোগ্যভাবে। ২০২৩ সালের মার্চে রেমিট্যান্স এসেছিল ১.৭১ বিলিয়ন ডলার, যা তুলনায় এ বছর ১৫৮ কোটি ডলার বেশি।
এ ছাড়া, চলতি (২০২৪-২৫) অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৭৮ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ৭০৮ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে ৪৭০ কোটি ডলার বেশি রেমিট্যান্স এসেছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, রেমিট্যান্স প্রবাহে এই ঊর্ধ্বগতি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।
এএইচএস/এমএইচএস