Logo

অর্থনীতি

রিজার্ভ নিয়ে বড় সুখবর দিল ব্যাংলাদেশ ব্যাংক

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ২৩:২৫

রিজার্ভ নিয়ে বড় সুখবর দিল ব্যাংলাদেশ ব্যাংক

রেমিট্যান্সের জোয়ারের মধ্যে এবার রিজার্ভ নিয়ে বড় সুখবর দিল ব্যাংলাদেশ ব্যাংক। বিদেশি মুদ্রার রিজার্ভ ২৬৭৮৯ দশমিক ২১ মিলিয়ন ডলার বা ২৬ দশমিক ৭৮ বিলিয়ন ডলার বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার (২৭ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ২৬৭৮৯ দশমিক ২১ মিলিয়ন ডলার।

আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২১৪২৮ দশমিক ৭৪ মিলিয়ন মার্কিন ডলার।

অর্থনীতি বিশেষজ্ঞদের মতে, বর্তমান রিজার্ভ বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতার একটি বড় প্রমাণ।

এক ডলারের মূল্য বর্তমানে ১২২ টাকা হিসাব করা হলে মোট বিদেশি রিজার্ভের পরিমাণ হবে- ৬৭৮৯.২১ মিলিয়ন ডলার বা  ৩.২৬ লাখ কোটি টাকা।

উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

এএইচএস/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর